ভূতের ভয়ে আত্মাগুড়ুম
সেদিন দেখি অন্ধকারে
পথের ধারে ঝোপের আড়ে
জটলা ক'রে কয়েকটা ভূত বসে,
শ্মশান-পাশে হাঁটছি একা
জোনাক-আলোয় যায় না দেখা
চোয়ালটাকে শক্ত করি কষে।
বৃষ্টি এলো মুষলধারে
খড়ের চালা পুকুর পাড়ে
ছুটে গিয়ে দাঁড়াই ওটার তলে,
শুনতে পেলাম গাছের তলায়
কইছে কথা কেউ নিরালায়
ভয়ে কাতর কাঁপছি ভিজে জলে।
ঝড়ের বেগে বইছে হাওয়া
ডাইনে বাঁয়ে সামনে চাওয়া
খুটুসখাটুস শব্দ আসছে কানে,
মেঘের ধমক ক্ষণে ক্ষণে
শিয়াল একটা ডাকল বনে
পিছন ফিরে তাকাই গাছের পানে।
খনখনিয়ে যাচ্ছে বলে
'দেখছি ভিজেই গেছ জলে'
সাহস করে বলি, 'ফিরছি বাড়ি,'
'ভয় পেয়ো না, ভয় পেয়ো না
আমারা তোমায় খামচাব না
থামলে কেন পালাও তাড়াতাড়ি।
আম পেড়েছি চুরি করে
খাচ্ছি বসে, যায়নি ঘরে'
এতক্ষণে প্রাণটা পেলাম ফিরে,
এবার নামি কাদা পথে
অন্ধকারে কোনোমতে
বাড়ির দিকে এগোই ধীরে ধীরে।
@ জয়শ্রী কর