ভূতের ভয়
জয়শ্রী কর
মা-ঠাকুমা ঘুম পাড়াতো
ভূতের গল্প ব'লে,
গা-ছমছম করত ভয়ে
জড়িয়ে শুতাম কোলে।
ভূতের ভয়ে বেঁধে দিত
ঘুমনসিতে জালকাঠি
মাদুলিতে ভরে দিত
শিকড়বাকড় মাটি।
ঠামি বলতো ওরে সোনা
যাসনে পুকুর পাড়ে
শেওড়া গাছে ভূতের বাসা
পড়বে এসে ঘাড়ে।
নিশুত রাতে ছানা নিয়ে
দোলে গাছের ডালে
নাকিসুরে তুফান তুলে
নৃত্য তালে তালে।
সত্যিকারের ভূত কি আছে
শুধাই আমি মা কে
ভূত পেতনি নাইরে সোনা
হয়তো পেঁচা ডাকে
© জয়শ্রী কর