প্রেমিক জুটি
সন্ধে হলে কুলায় ফেরে পাখি
প্রিয়ার খোঁজে চলবে ডাকাডাকি।
কাছে এলেই ঘুমের দেশে পাড়ি
প্রভাত হলেই উড়বে তাড়াতাড়ি।
ভালোবাসা
মাতৃহারা দুধের শিশু কে দেবে আশ্রয়
মাতৃসম বড়দিদির হৃদয় মধুময়।
আগলে রাখে দু'হাত দিয়ে সারাটা জীবন
নারীহৃদয় কুসুম কোমল শুচিস্নিগ্ধ মন।
@জয়শ্রী কর