ভয়ানক বজ্রপাত
জয়শ্রী কর
তখন আমি ঘুমঘোরে
পড়ল জোরে বাজ
অমনি আমার নিদ্রা টুটে
প্রচন্ড আওয়াজ।
জানলা দিয়ে আলোর ঝলক
পড়ছে এসে গায়
বন্ধ পাখা নিভলো বাতি
আঁধার গিলে খায়।
বাসভূমি উঠছে কেঁপে
শব্দ ভয়ানক
ঘনঘন ফেলছে বোমা
কলিজা ধকপক।
এক নিমেষে প্রলয় কান্ড
তখন রাত দুপুর
প্রকৃতির এই বিরূপতায়
ক্ষয়ক্ষতি প্রচুর।