* ভোরের ডাক
জয়শ্রী কর
ঘুমোও কেন, ওঠো এবার কিচিরমিচির শাখে
ওই দেখোনা অরুণ হাসে, ও'যে তোমায় ডাকে।
মাঠে যাবার জন্য এখন ডাকছে ধেনু গোঠে
শাখে শাখে ফুলকলিরা পাপড়ি মেলে ফোটে।
একলা শুয়ে বিছানাতে রঙিন স্বপ্ন কতো
উঠে পড়ো সোনা আমার লক্ষ্মী মেয়ের মতো।
ঘুমজড়ানো নয়ন মেলে শুধায় খুকু মাকে,
'আবেগভরা করুণ সুরে কোয়েল কারে ডাকে?'
বেজিগুলো এই সময়ে খাবার খোঁজে আসে
ছড়িয়ে আছে মুক্তাকণা উঠোন-পাশে ঘাসে।
দেখছি আমি প্রকৃতিকে পুবের জানালা দিয়ে
মা এসেছে আমার ঘরে দুধের বোতল নিয়ে।
আগুন যেন পড়ছে ঝরে রক্ত জবার ডালে
কুহু কুহু গান ধরেছে কোয়েল অন্তরালে।
রাতের শিশির গায়ে মেখে হাসছে সবুজপাতা
সকালবেলা ফুল কুড়িয়ে আমার মালা গাঁথা।
মাধবী-জুঁই-হাসনুহানা রবির আলো মাখে
মৌমাছিরা গুনগুনিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে।
আড়াল থেকে বউ-কথা-কও দিচ্ছে উঁকিঝুঁকি
খাতার 'পরে তখন আমার চলছে আঁকিবুঁকি।
দখিন বায়ে দুলছে কেমন ছোট্টো চাঁপাচারা
পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার খুশি বাঁধনহারা।
রক্তরাঙা পাপড়ি থেকে ছড়িয়ে পড়ে জ্যোতি
ফুলের রেণু গায়ে মেখে উড়ছে প্রজাপতি।