ভোর হয়েছে ওঠো এবার
জয়শ্রী কর

ভোর হয়েছে ওঠ রে খুকু
হাসছে রবিমামা
সারা আকাশ কেমন রঙিন
পরেছে লাল জামা।

হাই তুলে সে উঠলো জেগে
স্বপ্নবিভোর আঁখি
জানলা দিয়ে দেখে খুকু
উড়ছে কত পাখি।

গোলাপগাছে ফুল ফুটেছে
উড়ছে প্রজাপতি
পরাগমিলন হলেই তবে
সচল বংশগতি।

মাকে শুধায়, 'তুমি বুঝি
ঘুমোওনি আজ রাতে
এত ভোরে দেখছি তোমায়
জলের ঝারি হাতে'।

না রে খুকু শেষ প্রহরে
কোকিল কুহু ডাকে
জাগিয়ে দিয়ে জাগাতে যায়
ঘুমিয়ে যারা থাকে।

© জয়শ্রী কর