ভারতমাতা
জয়শ্রী কর
ভারত আমার জন্মভূমি
ভারত আমার মাতা
এই মাটিতেই বসত করি
কত গল্পগাথা।
তেরঙা পতাকা হাতে
ছুটছে কচিকাঁচা
সবুজ মনে খুশির জোয়ার
দুহাত তুলে নাচা।
স্বাধীনতার দিনে ওরা
মাতে নৃত্য গীতে
ওদের হাতে ফুলের ডালি
চুলে রঙিন ফিতে।
শিশুরা সব ফুলের কুঁড়ি
কত স্বপ্ন মনে
নতুন সাজে এসেছে আজ
বিদ্যালয়-প্রাঙ্গণে।
এখন ওরা বোঝে নাকো
স্বাধীনতার মানে
তবুও তো সুর মিলিয়ে
মাতে মিলন-গানে।
© জয়শ্রী কর