* ভরা গাঙ
জয়শ্রী কর
নৌকাগুলো ঘাটে বাঁধা মাঝির দেখা নাই
প্রবল বেগে বইছে নদী আসেনি কেউ তাই।
নদী-নৌকা মাঝির জীবন
সম্মুখে যে বিপদ এখন
পারে যাওয়ার জন্য কিছু সওয়ারি তো চাই।
ঘাটের নৌকা দুলছে গাঙে সময় কেটে যায়
জল যদি না কমে তবে মাল্লা অসহায়।
ওরা প্রহর গুনতে থাকে
মনে মনে তাঁরেই ডাকে
উদাস হয়ে মাঝে মাঝে নদীর পানে চায়।