ভাঙন ১

ভাঙনে হারিয়ে গেল কত ঘরবাড়ি
চারিদিকে হাহাকার সাথে অতিমারি।
বেঁধেছে অনেকে ঘর বাঁধের ওপর
কাগজে হয় না ছাপা এসব খবর।
------------------------------
অদৃশ্য ভাঙন ২

ভিতরে ভিতরে কবে ধরেছে ভাঙন
রোধ করা যাবে না তা বৈরিতা এমন।
ভাবেনি কখনো আগে এই পরিণতি
সম্পূর্ণ বদল হল জীবনের গতি।

#জয়শ্রী কর