অন্ধ খঞ্জ বোবা যারা
দূরে ঠেলে দিয়ো না
দেখাও রাস্তা সমাদরে
কানে দিয়ো প্রেরণা।

অন্ধ দুর্গা হাঁটে একা
নির্ভয়ে পা ফেলে
সুর তাল লয় ঠিক রাখে
হৃদয়ে দিয়া জ্বেলে।

বিকলাঙ্গ কানাই ভাই
ট্রাইসাইকেল চড়ে
সংসারজ্বালা মেটায় একা
রোদ বৃষ্টি ঝড়ে।

পা হারিয়ে সুধা চন্দ্রন
আজও অকুতোভয়
ছন্দে ছন্দে পা মিলিয়ে
করে বিশ্বজয়।

অবহেলা নয় কৃপা নয়
একটু সহায়তা
তা পেলে ওরা কাটিয়ে ওঠে
প্রতিবন্ধকতা।

( সহমর্মিতার সংবেদন)