নবতি বর্ষীয়া শয্যাশায়ী জননী মা কমলাকে আমার শ্রদ্ধার্ঘ্য
* ##জয়শ্রী কর##
ভবিষ্যতবাণী
মায়ের কথাই সত্যি হল
কল্পনা নয় মোটে
সন্ধেবেলা এ কী কান্ড
হঠাৎ গেল ঘটে।
কখন যে কে দিল আভাস
জাগল মায়ের মনে
মানবজাতির দুঃসময়ে
একান্তে নির্জনে।
হারিয়ে যাওয়া দিনের কথা
এখন মনে পড়ে
আমি যে মা'র নেওটা বড়
রোদ বৃষ্টি ঝড়ে।
কতনা ঝড় বয়ে গেছে
মাথার ওপর দিয়ে
মুখ বুজে সব সহ্য করে
নিয়েছে মানিয়ে।
সেই কাহিনী লিখা আছে
কেবল অশ্রুজলে
শোনায় নি কেউ আশার বাণী
লড়াই মনোবলে।
তুমি আমার জন্মদাত্রী
সুখ দিয়েছ প্রাণে
অমর হয়ে রইবে তুমি
সকলের মাঝখানে।