ভাববিনিময়
জয়শ্রী কর

সখার সাথে গোলাপ হাতে
হাঁটছে মহুল বনে,
হাতটি ধরে মনের কথা
বলছে ক্ষণে ক্ষণে ।

মনের আশা ভালোবাসা
পাওয়ার ইচ্ছা জাগে,
নতুন করে গড়বে জীবন
টুকটুকে লাল ফাগে।

পলাশ ফুলের মালা খোঁপায়
ঝুমকোলতা কানে,
কৃষ্ণচূড়ার মতোই ওদের
রং লেগেছে প্রাণে।  

এ ওর হাতে গোলাপ দিয়ে
নতুন জীবন খুঁজে,
কেউ বা আবার লাল করবী
খোঁপায় দিল গুজে।

গানের সুরে নৃত্যে মাতে
মহুল গাছের তলে,
প্রকৃতি মা'র কোলে বসে
ভাব বিনিময় চলে।

© জয়শ্রী কর