বেলিফুলের মালা
জয়শ্রী কর

বাগানজুড়ে সাদা বেলির মেলা
হাওয়ায় দোলে যেন মেঘের ভেলা
এত সুবাস পায় ও কোথা থেকে
ছোট্টো কুঁড়ি কোথায় রাখে ঢেকে?

কার আহ্বানে আসে ধরার মাঝে
সুবাস ছয়ায় মনোমোহিনী সাজে।
মালা গেঁথে জড়াই কবরীতে
মিলনমেলায় একটু চমক দিতে।

দিনের শেষে সূর্য অস্ত গেলে
ধীরে ধীরে বেলি নয়ন মেলে।
জ্বলে ওঠে যেন রাতের তারা
ওদের দেখে আমি আত্মহারা।

বরনডালা সাজিয়ে ঠাকুর ঘরে
মায়ের গলায় পরাই ভক্তিভরে।
কৃপা ছাড়া কেমন করে বাঁচি
দিবি দেখা সেই আশাতেই আছি।

© জয়শ্রী কর