বসন্ত
জয়শ্রী কর
কার পরশে রঙের মেলা গাছের ডালে?
পলাশ শিমুল রাশি রাশি আবির ঢালে।
গোলাপ চাঁপা ফুলকাননে, সুবাস বায়ে
ফুলের রেণু প্রজাপতির লাগছে পা'য়ে।
গাছের ডালে বাবুই-বাসা দোদুল দোলে
দোয়েল ফিঙে কত কথা যাচ্ছে ব'লে।
কোকিল ডাকে আবেগভরা ব্যাকুল স্বরে
কাক শুধাল, 'ডাকছে কাকে অমন করে?'
আড়াল থেকে কোকিলা কয়, 'ডাকছো কারে?'
কোকিল বলে, 'ডাকছি শুধু আজ তোমারে।'
প্রভাত হলে দূর দিগন্তে জমাই পাড়ি
ভেবেছিলাম এই বসন্তে ভাঙবে আড়ি।
ফুলে ফুলে ফাগুন এখন আত্মহারা
অলিরা সব সুধাপানে পাগলপারা।
প্রেম-বিরহে রইবো দোঁহে এটাই আশা
পাতার স্নিগ্ধ ছায়াতলে মুক্ত বাসা।
© জয়শ্রী কর