বর্ষারানির নূপুর-নিক্কণ
জয়শ্রী কর
বর্ষা রে তুই আষাঢ় এলেই
কাঁদিস কেন খালি,
কেঁদে কেঁদে ভাসিয়ে দিলি
মেঘের করতালি।
বছর পরে বাপের বাড়ি
এলি ওপার থেকে,
কেউ নাচছে কেউ কাঁদছে
কেউ হাসছে দেখে।
বউ-কথা-কও মৌটুসীদের
অপূর্ব শিষ মুখে,
মেঘপরিরা নানান সাজে
উড়ছে আকাশ-বুকে।
কত বীজের ঘুম ভাঙালো
বর্ষারানি এসে,
তাই-না দেখে গাছগাছালি
আনন্দে যায় ভেসে।
বর্ষারানির চোখের জলে
পাতায় নূপুর বাজে,
বলদ নিয়ে লাঙল কাঁধে
কৃষক যাচ্ছে কাজে।
© জয়শ্রী কর