বর্ষারানির কান্না
জয়শ্রী কর
বর্ষারানী কান্না নিয়ে আসে ধরাধামে
প্রকৃতি মা স্বস্তি পায় শান্তি আসে প্রাণে
পিউ পিউ পাপিয়ার মিঠে সুর গানে।
কান্না-হাসি দুটি রূপ শহর ও গ্রামে।
মেঘের আদর স্নেহ বৃষ্টি হয়ে নামে
বুনো ফুল ভরে যায় সুমধুর ঘ্রাণে
বর্ষার নিক্কণ ধ্বনি ভেসে আসে কানে
কী আস্বাদ পাকা ফলে খুশি আম জামে।
ব্যাং আর ঝিঁঝিঁ ডাকে বাজে যেন বাদ্যি
মেঘ দেখে ময়ূরেরা নেচে যায় ছন্দে
বর্ষাকাল বাঙালির বড় প্রিয় ঋতু
ওই সুরে সুর মেলে আছে কার সাধ্যি
কচিকাঁচা নৌকা ছাড়ে বর্ষার আনন্দে
চারিদিকে ভেসে গেলে ভয়ে মরে ভীতু।
© জয়শ্রী কর