আকাশজুড়ে মেঘের মেলা
লতাপাতায় হাসি
প্রাণ জুড়োবে এবার ওদের
ছুটবে মাঠে চাষি।
প্রতীক্ষা তাই ঝরবে কখন
অঝোর ধারায় বারি
ঝলসে ওঠে ক্ষণপ্রভার
শানিত তরবারি।
ঝমঝমিয়ে বৃষ্টি এলো
সরস হ’ল মাটি
চাতক পাখির তৃষ্ণা মেটে
ভিজিয়ে নিল গা-টি।
আনন্দে ব্যাং গ্যাঙর গ্যাঙর
অহি ভীষণ খুশি
বর্ষারানি বলনা আমায়
‘কী ফুল দিয়ে তুষি।’