বর্ষা মুখর দিন
জয়শ্রী কর
মুশলধারে বৃষ্টি এলো
সখা আমার কই?
নদীর ঘাটে নৌকা বাঁধা
একলা বসে রই।
বাতাসের বেগ গেল বেড়ে
এখন কোথায় যাই,
মাছগুলো সব মহানন্দে
দিচ্ছে জলে ঘাই।
কদমগাছের ডালে ডালে
ফুলেরা দোল খায়,
হাসছে যেন খিলখিলিয়ে
এদিকে সেদিক চায়।
দেখি দূরে বাজছে বাঁশি
আর তো একা নয়,
অপলকে তাকিয়ে থাকি
কাটল আমার ভয়।
নদীর গতি বৃদ্ধি পেলো
তরঙ্গ উচ্ছল,
সখা বলে তাড়াতাড়ি
ওপারে যাই চল।
© জয়শ্রী কর