বাংলার গ্রাম
জয়শ্রী কর

গ্রাম বাংলার মনোমোহিনী কী অপরূপ শোভা
জলে স্থলে রঙের মেলা সে রূপ মনোলোভা।
শরৎ আসে ভুবনমাঝে খুশির পরশ মেখে
নীল আকাশে মেঘবলাকা দিচ্ছে ছবি এঁকে।

শীতল হাওয়া খেলা করে শুভ্র কাশের বনে
শিশির, ঘাসে আলপনা দেয় খুশির জোয়ার মনে।
রৌদ্রছায়ার লুকোচুরি চলে মেঘের মেলায়
আঁধার রাতে আঙিনাতে শিউলি সুবাস ছড়ায়।

দিঘির বুকে শাপলা শালুক প্রাণে পরশমণি
কদিন পরে উঠবে বেজে মায়ের আগমনি।
বর্ষারানি চায় না যেতে ভুবনখানি ছেড়ে
আমরা বলি, 'সব আনন্দ নিয়ো না গো কেড়ে'।

গ্রামবাংলা ভরে ওঠে পাখপাখালির গানে
উন্মাদনায় মাতিয়ে তোলে মিষ্টি মধুর তানে।
কচি ধানের মঞ্জরিতে তৈরি বরণডালা
মা কে আমরা পরিয়ে দেবো শ্বেত শতদলমালা।

শত দুখেও মেতে ওঠে সকলে উৎসবে
সবার সাথে মিলেমিশে মাতবে আবার ভবে।
ছয়টি ঋতু ছয়টি সাজে মাতায় নৃত্য গীতে
ফুলের হাসি ফুটিয়ে তোলে সবার চিতে চিতে।

© জয়শ্রী কর