বাংলা ভাষা গর্ব আমার
জয়শ্রী কর
বাংলা ভাষা অদ্বিতীয়
সুধামৃত নিসর্গীয়
এটাই আমার মাতৃভাষা
নিত্যসাথী বড়ই প্রিয়।
সম্ভাবনার অজস্র বীজ
এই ভাষাতেই নোবেল প্রাইজ
নিয়ে এলেন রবীন্দ্রনাথ
প্রস্ফুটিত এক সরসিজ।
সভ্যরা সিদ্ধান্ত নিল
ইউনেস্কো জানিয়ে দিল
একুশ হবে ভাষা দিবস
অগ্রভাগে বাংলা ছিল।
বাংলা পড়ি বাংলা বলি
ভাষা মাকে দিই অঞ্জলি
কোথায় পাবো এমন ভাষা
সুরক্ষা দেয় গানের কলি।
বাংলা ভাষা গর্ব আমার
আখরগুলো কী ক্ষুরধার
লৌহকপাট ভাঙতে পারে
করতে পারি এপার-ওপার।