বঙ্গবন্ধু মুজিবুর রহমান
জয়শ্রী কর
বাংলাদেশের জাতির জনক
শেখ মুজিবের ফুটল হাসি
খান সেনারা পরাভূত
পাশে ছিল ভারতবাসী।
যুদ্ধ করার জন্য মুজিব
পেয়েছিলেন অনেক সাথি
সাহস নিয়ে এগিয়ে গিয়ে
করল লড়াই দিবারাতি।
পনেরো আগষ্ট শোকাবহ
অশ্রু ঝরে সবার চোখে
বেদনার সুর বাজে বুকে
বঙ্গবন্ধুর মৃত্যুশোকে।
লাল সবুজের ওই পতাকা
গর্বে ওড়ে আকাশজুড়ে
বিশ্বকবির লেখা গীতি
সবার কণ্ঠে সুরে সুরে।
© জয়শ্রী কর