বঞ্চনার শিকার পথশিশু
জয়শ্রী কর

খোলা আকাশের নীচে ওই বসে যারা
অচিরে না-খেতে পেয়ে যাবে ওরা মারা।
শিশুরা ফুলের কুঁড়ি কেড়ে নেয় মন
পথশিশু অসহায় পায় না যতন।

কাগজ কুড়ায় কেউ স্বপ্ন দুচোখে
ভাবে না ওদের কথা আঁধারে আলোকে
সারাদিন ঘুরেফিরে জীবন কাটায়
মাতাপিতা কাজে যায় পেটের জ্বালায়।

একা একা এভাবেই ওরা বেড়ে ওঠে
স্নেহ ভালোবাসা পেলে মুখে হাসি ফোটে।
বাঁচবার অধিকার সকলের আছে
কেউ দেয় না নজর যাবে কার কাছে?

আলোর স্পর্শ নেই তিমিরেই রয়
ওরা সব 'পথশিশু' বড় পরিচয়।
শিশুদিবস পালন করে কার তরে?
চিরকাল বঞ্চিত আসে না গোচরে ।

অন্ন-বস্ত্র-গৃহ সবার জরুরী
এ দুর্দশার মূলে স্বল্প মজুরি।
সব শিশুরাই হল দেবতার দান
যেন না হারিয়ে যায় অমূল্য প্রাণ ।