বানভাসি
জয়শ্রী কর
অবিশ্রান্ত বৃষ্টিধারায়
বন্যা নেমে আসে,
বাঁধভাঙা জল মাঠে ঢুকে
মাতে সর্বনাশে।
গ্রাম-শহরের রাস্তা উঠোন
ডোবে বানের জলে,
মাটির তৈরি গোয়াল, বাড়ি
মিশে যায় ভূতলে।
বানভাসিদের বেদনভরা
রোদন ঝরে পড়ে,
চিত্তে যেন বিভীষিকার
মূর্তি ধারণ করে।
পশুপাখি কোলের শিশু
যায় যে স্রোতে ভেসে,
মা বলে আর ডাকবে না কেউ
এখন কাছে এসে।
গ্রামবাংলার বিপুল ক্ষতি
প্রকাশ দীর্ঘশ্বাসে,
জলোচ্ছ্বাসের করুণ ছবি
হাওয়ায় ভেসে আসে।
© জয়শ্রী কর