বলব কারে মনের কথা
জয়শ্রী কর
মনের কথা বলবো যারে কোথায় পাব তাঁরে
দুঃখ ব্যথা গোপন রেখে ঘুরছি দ্বারে দ্বারে।
যতই রাখি আঁকড়ে ধরে
বাঁধন ছিঁড়ে যায় সে সরে
শ্রাবণধারা কপোল বেয়ে ঝরে অন্ধকারে।
মনের কথা বলবো যারে কোথায় পাব তাঁরে
দুঃখ ব্যথা গোপন রেখে ঘুরছি দ্বারে দ্বারে।
পালের রশি ধরব কষি
আসুক যত বান
দেখব বসে রাতের শশী
তুলব বীণায় তান
কেন এমন আলগা বাঁধন দোষ দিই আপনারে।
মনের কথা বলবো যারে কোথায় পাব তাঁরে
দুঃখ ব্যথা গোপন রেখে ঘুরছি দ্বারে দ্বারে।
সূর্যোদয়ে জীবন জাগে
নতুন ভোরে নতুন রাগে
ধরা দেওয়ার জন্য আমি বসে নদীর পারে
মনের কথা বলবো যারে কোথায় পাব তাঁরে
দুঃখ ব্যথা গোপন রেখে খুঁজছি দ্বারে দ্বারে।
© জয়শ্রী কর