জয়শ্রী কর
বাইশে শ্রাবণ
মেঘভাঙা বৃষ্টিতে নেমেছে প্লাবন
বিদায়ের সুর বাজে বাইশে শ্রাবণ।
আকাশের মুখ ভার কাটে সারাদিন
আপামর বাঙালির আনন মলিন।
বিছানায় শুয়ে কবি বেলা দ্বিপ্রহর
বিষাদের মূর্ছনা শোকার্ত ঘর ।
চিরতরে থেমে গেল কবির কলম
এ ক্ষতি অপূরণীয় কেড়ে নিল যম।
ছাতিমতলায় বসে গাহি রবি গান
তাঁর ছবি ভেসে ওঠে ভরে মন প্রাণ।
সারা গায়ে মেখে নিই পৃথিবীর ধূলি
স্মৃতিবিজড়িত স্থান কেমনে তা ভুলি।
বাঁশি বাজে মনোমাঝে আঁধার রজনি
কান পাতলেই শুনি তাঁর পদধ্বনি।
ফুলে ফুলে ভরে যায় জোড়াসাঁকো ধাম
চরণে ঠেকাই মাথা আমার প্রণাম।
বরণের মালা গাঁথি তাঁরি ফুল দিয়ে
পরম তৃপ্তি পাই শ্রদ্ধা জানিয়ে।
কবি যে রাতের তারা প্রভাতের রবি
সবার হৃদয়জুড়ে আঁকা সেই ছবি ।
সুখে-দুখে রোগে-শোকে মেলে সান্ত্বনা
জীবনের মরুঝড়ে বিলীন বেদনা।