বাবাইসোনার ভাবনা
জয়শ্রী কর
বাবাইসোনা দেখনা চেয়ে ওই ওদিকে কদম গাছে
উড়ছে কত পাখপাখালি বানর কেমন উকুন বাছে।
বকুল জারুল হাসছে শাখে মৌমাছিরা বাঁধছে বাসা
কাঠবিড়ালী কী যে বলে যায় না বোঝা ওদের ভাষা।
গাছের তলায় শুকনো পাতা মড়মড়িয়ে রাস্তা হাঁটা
আমের শাখা জামের শাখা কাঁটায় ভরা বৈঁচি লাটা।
বাজছে মাদল আসছে কানে রুমুরঝুমুর পায়ের নূপুর
ঠান্ডা হাওয়া ওড়ায় ধুলো গাছের পাতায় টাপুর টুপুর।
বৃষ্টি জলে মৌটুসীরা পাতায় পাতায় করছে খেলা
নদীর বুকে তুফান তুলে মাঝি এবার ভাসায় ভেলা।
খেলছে বাবাই তখন থেকে জল জমেছে উঠোনজুড়ে
নৌকা ভাসায় ছোট্টো হাতে রংবেরঙের কাগজ মুড়ে।
বাবাইসোনা শুধায় মাকে দুঃখ পেয়ে কাতর স্বরে
ছানাগুলো ভিজছে ডালে মা কি ওদের নেইকো ঘরে?