করোনা ভাইরাস
অঘটন রোজ চলছে ঘটে ভূমণ্ডলে
অতি দ্রুত ছড়িয়ে পড়ে মারণ ভাইরাস
বিজ্ঞানীরা দিশাহারা অকূল পাথার
কেমন করে করবে তাঁরা শত্রু বিনাশ।
কে দেখাবে আলো
স্বর্গসম এই পৃথিবীর করুণ দশা
ন'মাস ধরে নিত্যদিনই চলছে লড়াই
প্রতিষেধক এখনো কেউ পায়নি খুঁজে
দেশের মানুষ বন্দি ঘরে কীসের বড়াই!
@জয়শ্রী কর