জয়শ্রী কর
অসহায় শিশু
ডেকে ডেকে হচ্ছে সারা
ভাঙছে না তো ঘুম
কখন ওকে ক'রবে আদর
কখন দেবে চুম।
মায়ের মুখে রোদ পড়েছে
খেলায় মেতে রয়
মাঝে মাঝে টানছে শাড়ি
অবুঝ কিশলয়।
অঘোর ঘুমে মা ঘুমিয়ে
স্তব্ধ চারিদিক
কেমন করে বুঝবে শিশু
এটাই স্বাভাবিক।
ছোট্ট শিশু ডাকছে মাকে
বড়ই অসহায়
কখন তাঁরা ফিরবে বাড়ি
সূর্য পাটে যায়।