* অসহায় প্রাণীকুল
জয়শ্রী কর
গেল গেল রব ওঠে বনভূমি আমাজনে
ধোঁয়ার চাদরে ঢাকা নেমেছে আঁধার বনে।
দাবানল দেখে ভীত বনবাসী প্রাণীকুল
ছোটাছুটি করে তাই নিরাপদ কোন কূল।
বুকফাটা হাহাকার অনাহারে শিশু কোলে
কোথা যাবে কোনখানে নিমেষেই পড়ে ঢলে।
আগুনের দাবদাহে জীবকুল অসহায়
মানুষের কাছে ওরা শুধু ভালোবাসা চায়।
লাগাল আগুন কারা, নাকি এটা প্রাকৃতিক
লোভের সীমানা নাই ধিক ধিক শত ধিক।
পৃথিবীর ফুসফুস, দাবানল করে গ্রাস
ভয়াবহ চেহারাটা পুড়ে ছাই অভিলাষ।