# জয়শ্রী কর
অরক্ষিত ছানা
ও' ঘুঘু তোর ছানাগুলো
বাসায় বসে রয়
তুই উড়ে যাস ওদের ফেলে
কে দেয় বরাভয়?
অন্য পাখি তখন যদি
ঠোকর মারে গা'য়
কেমন করে প্রাণ বাঁচাবে
বড়ই অসহায়।
জেগে থাকে বাসায় ওরা
সর্বদা নিরব
কেবল মা কে দেখতে পেলে
ছানারা সরব।
অপলক তাকিয়ে থাকে
ফিরবে কখন মা
খাবার নিয়ে এলে ওদের
ফুটবে মুখে রা।