অপরূপা ঠাম্মা
ও ঠাকুমা যাচ্ছ কোথা
ভ্যানিটি ব্যাগ হাতে?
টিপ পরেছ টুকটুকে লাল
আতর গন্ধ গা তে!
পায়ে তোমার নতুন জুতো
ওষ্ঠ রাঙা পানে
খোঁপাতে ফুল, লাগছে দারুণ
ঝুমকো পাশা কানে।
ফেব্রুয়ারির চোদ্দো তো আজ
এবার বোঝা গেল
তাই রূপসির সাজের বাহার
দাদুরও ফোন এল।
'লাইন দিয়ে দাঁড়িয়ে আছে
দাদু টিকিট হাতে
হনহনিয়ে যাচ্ছি রে তাই
ঢুকবো সিনেমাতে।'
@জয়শ্রী কর