কোট-সোয়েটার গায়ে দিয়ে উঠি পাহাড়-চূড়ে
প্রশস্ত এক সাদা চাদর সারা অঙ্গ জুড়ে।
নীল আকাশে সুয্যিমামা রামধনু দেয় এঁকে
খারডু্ঙলাতে নামি আমি চাদরে মুখ ঢেকে।
সারি সারি উচ্চ চূড়া হিমালয়ের কোলে
শরীর বেয়ে শীর্ণধারা নামছে বরফ গলে।
শীর্ষদেশে তুষারকনা উঠছে যেন তুলো
নাকে মুখে ঢুকছে উড়ে একটুও নেই ধুলো।
গগনচুম্বী শুধুই শিখর দেখছি না গাছপালা
দিবারাত্র পাহারা দেয়, সেনানীদের জ্বালা।
পাহাড়কোলে নুবরাভ্যালি মায়াবী এক পুরী
চন্দ্রালোকে নাচছে যেন রুপসি সব হুরি।
              *******"

ভাঙল অভিমান

কে বকেছে কে মেরেছে কিসের অভিমান
কী এনেছি দেখ এদিকে হাতে মিষ্টি পান।
মা বকেছে, ঠিক ধরেছি আমার সাথে চল
আমি তোকে খাইয়ে দেবো আর কী নিবি বল।
রংচঙে ব্যাগ কিনে দেবো দেবো নতুন জুতো
আমার সাথেই যাবি স্কুলে চলবে না আর ছুতো।
পুকুরপাড়ে বাবলা গাছে বাবুই পাখির বাসা
দেখিয়ে দেবো কালকে তোকে ঝুলছে কেমন খাসা।