. জয়শ্রী কর
অপরিহার্য বস্তু
লবণ হলো এমন বস্তু যা না হলে দিন চলে না
নুন-লেবু-জল সকালে খাই বন্ধ হলে মন মানে না।
রান্নাঘরে হাতের কাছে রাখতে হবে নুনের বাটি
তবেই মনে ভরসা জাগে রান্না হবে পরিপাটি।
মুখরোচক করতে লাগে লবণ খুবই উপকারী
উচ্চ রক্তচাপ হলেও ওকে কী আর ছাড়তে পারি।
সাগরে তো প্রচুর লবণ কিন্ত ও' জল নয় পানীয়
চিনির মতোই জলে লবণ খুব সহজে দ্রবনীয়।