অপচয়
জয়শ্রী কর

যদি কর অপচয়
পস্তাতে হবে ঠিক
যতটুকু প্রয়োজন
সেইটুকু, অনধিক।

জলের দ্বিতীয় নাম
জীবন, অজানা নয়
পরিমিত ব্যবহার
না হলে বিপর্যয়।

পেয় জল অপচয়
রোধ করা প্রয়োজন
যখন ফুরিয়ে যাবে
কীসে তৃষা নিবারণ?

অপচয় করে যারা
তাঁরা নয় বিবেচক
বিপদ নীরবে আসে
এলে বুক ধকধক।

খাদ্য বিহনে মরে
পৃথিবীর কত লোক
ভাত-রুটি ফেলে দেয়
ঢেকুরে প্রকাশ শোক!

© জয়শ্রী কর