অঙ্ক খুবই সহজ
জয়শ্রী কর
অঙ্ক কষতে ভয় কেন পাও
এসো আমার কাছে
যোগ-বিয়োগ-গুণ শিখিয়ে
দেব
সহজ উপায় আছে।
আট আর তিন কত হবে
বলতে তুমি পার?
আটের পরে আরও তিন গাঁট
নয়, দশ, এগার।
অঙ্ক খুবই সহজ বিষয়
করবে বারেবারে
সব কিছুতেই অঙ্ক লাগে
ঘরে ও বাজারে।
রোজ দুবেলা নামতা পড়বে
বলবে মুখে মুখে
লাগবে না আর অঙ্ক কঠিন
করবে মনের সুখে।
© জয়শ্রী কর