. অঞ্জলি ওই শ্রীচরণে
তোরই প্রেমে বিভোর হয়ে এসেছি তোর প্রাঙ্গণে।
অপলক চেয়ে থাকি
কল্পনাতে ছবি আঁকি
এনেছি ফুল চয়ন করে
সাজাই অর্ঘ্য ভক্তিভরে
যা বলি সব মনে মনে অঞ্জলি দিই শ্রীচরণে।
© জয়শ্রী কর