.              আনন্দধারা

গীটারে লহরি তুলি অসীম আনন্দে
হেঁশেল সামাল দিয়ে আঁকি-পড়ি-লিখি
বিশ্রাম নিশীথে শুধু কতকিছু শিখি
ময়ূরী এ মন নাচে মাধবীর গন্ধে।


সেবাতে আনন্দ

বিশ্বমাতার কন্যা আমি চিত্তে ভালোবাসা
জীবসেবাই পরম ধর্ম সেবার জন্য আসা।
মুমূর্ষ প্রাণ ফিরে পেলে উপহার দেয় হাসি
সেবিকারও জোটে তখন আনন্দ একরাশি।

© জয়শ্রী কর