আমি দাঁড়ি আমিই মাঝি
জয়শ্রী কর
জীবনতরি চলছি বেয়ে
নিজেই মাঝি দাঁড়ি
নারীরূপে জন্ম আমার
আমরা সবই পারি।
যতই ঝঞ্ঝা আসুক নেমে
যতই দুলুক তরি
নিজের ওপর আস্থা রাখি
মা রয় সহচরি।
ঢেউ কাটিয়ে এগিয়ে চলি
রাস্তা অনেক বাকি
ভয়কে আমি জয় করেছি
লক্ষ্যতে স্থির থাকি।
দুর্গা যেমন লড়াই করে
হাতে অস্ত্র নিয়ে
অস্ত্রবিহীন যুদ্ধ আমার
এই দুটো হাত দিয়ে।
এবার তীরে ভিড়বে তরি
নয়তো বেশি দূরে
তাকাব না পিছন পানে
আর কখনও ঘুরে।
©। জয়শ্রী কর