* আমার বাড়ি
জয়শ্রী কর
বাহারগ্রামে আমার বাড়ি
পানাপুকুর পাশে,
যখন যে কেউ কাঁচা পথে
পা-গাড়িতে আসে।
আমরা দুজন থাকি ঘরে
আর-এক পোষা পুষি,
পাখপাখালি উড়ে বেড়ায়
ওদের পেয়ে খুশি।
মাসতুতো ভাই যখন আসে
বাজায় সে তাঁর বেণু,
এ পথ দিয়ে যে কেউ এলে
মাখবে ফুলের রেণু।
মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে
মধুর লোভে আসে,
ভ্রমরাও গুনগুনিয়ে
ওড়ে ওদের পাশে।