আমাদের ছোটো নদী
জয়শ্রী কর
আমাদের গাঁ'র পাশে আছে ছোটো নদী
কুলুকুলু জলধারা বহে নিরবধি ।
বর্ষায় খর বেগে করে ছোটাছুটি
ঢেউগুলো নেচে নেচে তীরে লুটোপুটি।
নদীটির তীরে বসে শনিবারে হাট
লোকজনে ভরে যায় খেয়াতরি ঘাট ।
নৌকায় পারাপার গ্রামের মানুষ
খেয়ারীরা পার করে থাকে সদা হুঁশ।
গান গেয়ে চলে মাঝি ছুঁয়ে যায় মন
জেলে জালে মাছ ধারে তীরে কাশবন ।
পাগলের মতো ঘুরে ঘূর্ণির পাক
মাঝে মাঝে শোনা যায় শেয়ালের হাঁক ।
ছেলেরা সাঁতার কাটে ডুব দিয়ে জলে
লুকোচুরি খেলা খেলে বসে তরুতলে।
মহিষেরা পার হয় পার হয় গোরু
গ্রীষ্মের দাবদাহে ধু-ধু চর মরু।
আমাদের ছোটো নদী দেয় হাতছানি
কলকল কোলাহল মন নেয় টানি।
জলের ধারায় নীচে জমে যায় পলি
বাঁধ ভেঙে ছুটে গেলে ডোবে অলিগলি।
© জয়শ্রী কর