অ্যালবাম

নানাবিধ অ্যালবাম আছে এই দুনিয়ায়
গানের-ছবির আছে কারো আছে মুদ্রার
আমার একটি আছে ভরা শুধু কবিতায়
সবগুলো স্বরচিত ওল্টাই পাতা তার।

গান গেয়ে যায়

নেই কোনো অ্যালবাম গেয়ে যায় গান
জনগণ যথোচিত দেয় সম্মান
গানকে পাথেয় করে চালায় জীবন
নিজে লেখে নিজে গায় শিল্পী এমন।