অকৃতজ্ঞ সন্তান
জয়শ্রী কর
ঘরের ভিতর ঘুরে বেড়ায় ঋষির পোষা কুকুর
মায়ের পাশে কাটায় সময় জেগে সারা দুপুর।
গিন্নি মা তাঁর নজরে রয় মনটা খুবই নরম
প্রবল শীতে মায়ের কাছে কম্বলে গা গরম।
বিয়ে করে আনল খোকা সুন্দরী এক মেয়ে
নতুন করে জীবনযাপন বিলাসী নাও বেয়ে।
এ ঘরে মা জায়গা তো নাই তোমার থাকার মতো
থাকবে কোথায় এটাই কদিন ভাবছি অবিরত।
চলো মা যাই মামাবাড়ি, মামি শুধুই ডাকে
বিয়ে হবে রুদ্রদাদার, বলে, আনবি মাকে।
হাসিমুখে হাতটি ধরে যাচ্ছে নিয়ে ছেলে
ফেরার সময় রেখে এলো বৃদ্ধাশ্রমের সেলে।
ক'দিন পরে দেখল ঋষি পোষ্যটি নেই ঘরে
'পুরস্কৃত করবো তাঁরে, রাখবে যে'জন ধরে'।
বিজ্ঞাপনে লিখল ঋষি, প্রতীক্ষাতে থাকে
বৃদ্ধাশ্রমের মালিক এবার খবর দিল তাকে।
অবাক চোখে গিয়ে দেখে মায়ের পাশে শুয়ে
লোমশ লেজটা আছে তখন মায়ের চরণ ছুঁয়ে।
আদর এবং ভালোবাসা বিলিয়ে থাকেন যিনি
অবলা জীব, পশু পাখির খুবই আপন তিনি।