অকালে গেল ঝরে
জয়শ্রী কর
নির্বিচারে হত্যা করে জঙ্গী যুবদল
নিজে মরে মারে মানুষ কেন এমন খল ?
দেশের জন্য প্রাণ হারিয়ে তাঁরা শহিদ আজ
এমন মর্মস্পর্শী দৃশ্য বিশ্ববাসীর লাজ।
বিস্ফোরণে উঠল কেঁপে সুউচ্চ ভূধর
সিআরপিএফ কনভয়ে রক্তের নির্ঝর।
যারাই দেশের বীরসেনানী রক্ষা করে দেশ
তাদের ওপর ঘৃণ্য হামলা দেশের হাপিত্যেশ।
কত আশা মাতা-পিতার ফিরবে ছেলে ঘর
নিথর দেহ ফিরল ঘরে অশ্রু সরোবর।
বিশ্বজুড়ে ক্ষোভ প্রতিবাদ, নাশকতায় শোক
বদলা নিতে সেনানীদের শ্যেনের মতো চোখ।
মধুমাসে হারিয়ে গেল সেনার তাজা প্রাণ
সব প্রতিরোধ, জঙ্গী যুবার কৌশলে খানখান।
সহোদর ভাই বাবলু-সুদীপ অনন্য দোসর
রক্তে রাঙা পুলওয়ামার রাস্তা আজ ধূসর।
ভালোবাসার চোদ্দো তারিখ হলো না মসৃণ
পুলওয়ামার হত্যাকাণ্ডের শোধবো রক্তঋণ।