*## জয়শ্রী কর##
অযোগ্যদের রমরমা
মানুষ বড়ই হিংস্র প্রাণী
কষ্ট ভীষণ পোষ মানাতে
পরের ত্রুটি খুঁজতে দড়
সহস্র দাগ নিজের গা-তে।
অনেক ভালো বনের পশু
বুলি শেখে খুব সহজে
ওরাই প্রভুর নিত্যসঙ্গী
ভালোবাসায় রইবে মজে।
মানুষ উদার মহৎ হলে
চলত মেনে রীতিনীতি
ফন্দিফিকির করতে গিয়ে
নষ্ট হচ্ছে শান্তি, প্রীতি।
খাচ্ছে যারা লুটেপুটে
পাচ্ছে তারাই উচ্চ আসন
জ্ঞানীগুণীর মান্যতা নেই
উল্টে তাদের করছে শাসন।
ন্যায়বিচারের আশায় থাকে
করবে কে এর প্রতিবিধান
সুজন যারা নীরব শ্রোতা
লুন্ঠিত হয় তাদের সম্মান।