আলগা বাঁধন
কোমলমতি শিশু-কিশোর বাঁধা মা'র আঁচলে
বড় হলেই বাঁধন আলগা মর্জিমাফিক চলে।
কুটিল-জটিল সমাজজীবন পড়ে ভুলের ফাঁদে
বেরিয়ে আসার রাস্তা কোথায় ডুকরে ডুকরে কাঁদে।
শক্ত বাঁধন
করোনার পা'য় পড়বে বেড়ি সবাই টীকা নিলে
রক্ষাকবচ কোভ্যাকসিনে, দুখানা ডোজ দিলে।
জীবনহানি কয়েক কোটি শঙ্কা বিশ্বজুড়ে
এই ভাইরাস আগ্রাসী খুব বাতাসেও উড়ে।
@জয়শ্রী কর