অচল জীবন
যায় না চলা রাস্তাঘাটে
জাগে মৃত্যুভয়
কখন ধরবে কোভিড উনিশ
ঘটবে বিপর্যয়।
মানছে না কেউ নিয়মকানুন
পথে জমায় ভিড়
পুলিশকেও বুড়ো আঙুল
জনতা অস্থির।
স্কুল-কলেজে ঝুলছে তালা
লোকাল ট্রেন বাতিল
বাসের সংখ্যা খুব সীমিত
রিকশাও অমিল।
কচিকাঁচা বন্দি ঘরে
পড়বে কতক্ষণ!
খেলার সাথি পায় না ওরা
বিষণ্ণ তাই মন ।
রোজগারের পথ বন্ধ এখন
জুঠবে কীসে ভাত
অনাহারে মরণ হবে
অচিরেই নির্ঘাত।
@ জয়শ্রী কর