*##জয়শ্রী কর##
   আশায় আশায়

তুমি যদি আসো
সাঁঝে রোজ একা
তবে আমি যাব
হবে ঠিক দেখা।

তমালের তলে
নেই কোন ডর
যমুনাপুলিনে
জমাবো আসর।

আর কতদিন
চুপ করে র'ব
কারে বলি বলো
তোমারেই ক'ব।

ঝাঁকে ঝাঁকে কত
পাখি উড়ে যায়
প্রেম ঝরে পড়ে
এই নিরালায়।

গোধূলিতে যদি
জেগে ওঠে গান
আঁখি মেলে দেখি
ভরে মনপ্রাণ।

স্মৃতিপটে আঁকা
হাসিমুখখানি
যেদিকে তাকাই
দেয় হাতছানি।