আষাঢ়
জয়শ্রী কর

কৃষ্ণকালো মেঘের রাশি
আষাঢ় নিয়ে আসে,
শুষ্ক মাটি সিক্ত হলে
মাতে কৃষক চাষে ।

বর্ষাকালে আকাশজুড়ে
আঁকি-বুকি খেলা,
বৃষ্টি-ভিজে স্কুলে যাওয়া
মজার ছেলেবেলা।

সজল চোখে দুলিয়ে বেণী
আসে ধরার মাঝে,
প্রকৃতি মা শীতল হয়ে
সাজে হরিৎ-সাজে।

পাখিপাখালি আত্মহারা
ব্যাং-রা মাতে গানে,
ঝুরুঝুরু কদমকেশর
মাতায় মধুর ঘ্রাণে।

মেঘপরিরা মেঘের দেশে
বেড়ায় উড়ে উড়ে,
মাঠ পেরিয়ে বন পেরিয়ে
কোন সে অচিনপুরে?

© জয়শ্রী কর