আঁধার সরায় আলো
জয়শ্রী কর
ঝুপড়িকেও কুপির আলো
করে আলোকিত
সেই আলোতেই যাপন চলে
কুসুম প্রস্ফুটিত।
অন্ধকারে জোনাকিরা
দেখায় পথের দিশা
আপন আলো জ্বালিয়ে দিয়ে
কাটায় অমানিশা।
রবি-শশী-তারার আলোয়
বিশ্বভুবন ভাসে
জীবজগৎকে বাঁচিয়ে রাখে
ওরাই অনায়াসে।
প্রদীপ জ্বেলে পুজোয় বসি
নিত্য সকাল-সাঁঝে
ভক্তিভরে মাকে ডাকি
শত কাজের মাঝে।
শ্যামামায়ের রূপের ছটায়
আলোয় ভুবন ভরে
ধনী গরিব সবার চিত্তে
দেবী বিরাজ করে।
আলোর দ্যুতি আছে বলেই
চঞ্চলতা প্রাণে
মাঠে মাঠে ঝিকিরমিকির
সোনারবরন ধান।
© জয়শ্রী কর