আমার সোনার দেশ
জয়শ্রী কর
চির সবুজ আমার এ দেশ
ধনধান্যেভরা
গোধূলিতে রাঙায় আকাশ
মনোরম এই ধরা।
দিঘির বুকে পদ্ম ফোটে
ঢেউ খেলে যায় জলে
পুব আকাশে সূর্য হাসে
মায়ের আঁচল-তলে।
পাখপাখালির কিচিরমিচির
ভোরে শিউলি ঝরা
বাদুড় ঝোলে গাছের ডালে
এটা পরম্পরা।
পাতায় পাতায় টাপুর-টুপুর
নাচে জলের ফোঁটা
দু'হাত তুলে বৃষ্টি জলে
খোশমেজাজে ছোটা।
স্বপ্নভরা আমার স্বদেশ
সাগর-পাহাড়-ঘেরা
নেচে গেয়ে বেড়াই ঘুরে
মর্ত্যে সবার সেরা।
© জয়শ্রী কর